আমাদের আজকের ৬০ হাজার টাকায় গেমিং পিসি বায়িং গাইডে আপনাকে স্বাগতম। একটি ভালো মানের পিসি বিল্ড করা জন্য ৬০ হাজার টাকা খুবই আদর্শ একটি প্রাইজ রেঞ্জ।
আমাদের আজকের এই ৬০ হাজার টাকার বিল্ড পুরোপুরি গেমিং এর উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। এই বিল্ড দিয়ে আপনি বর্তমান সময়ের মডার্ন ট্রিপল-এ টাইটালের গেমগুলো ১০৮০পি অথবা ১৪৪০পি রেজুলেশনে হাই প্রিসেটে খেলতে পারবেন।
গেমিং এর পাশাপাশি এই ৬০ হাজার টাকার পিসি দিয়ে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, স্ট্রিমিং এর মতো কাজগুলো অনায়াসে করা যাবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
বিঃদ্রঃ আর্টিকেলে উল্লেখিত কম্পোন্যান্টগুলোর দাম স্টোর বা আবস্থান ভেদে কমবেশি হতে পারে, তাই কেনার আগে এ বিষয়ে খুঁজ খবর নিয়ে নিবেন।
৬০ হাজার টাকায় গেমিং পিসি বায়িং গাইড [২০২১]
